আমেরিকার সহায়তা চাইল ইউক্রেন

আমেরিকার সহায়তা চাইল ইউক্রেন

আমেরিকার সহায়তা চাইল ইউক্রেন

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন,
আরসেনি ইয়াতসেনিউক
ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিউক বলেছেন, রাশিয়ার সাথে চলমান অচলাবস্থা নিরসনে তার দেশের জন্য মার্কিন সামরিক ও অর্থনৈতিক সাহায্য দরকার। তিনি বলেন, তার দেশের সেনা ও নিরাপত্তা বাহিনীকে আধুনিকায়ন করার জন্য এ সাহায্য প্রয়োজন।

রাশিয়ায় ক্রিমিয়ার একীভূত হয়ে যাওয়ার পাশাপাশি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রজাতন্ত্রগুলোতে যখন রুশপন্থী আন্দোলন চলছে তখন মার্কিন সাহায্য চাইলেন ইয়াতসেনিউক।

রোববার যুক্তরাষ্ট্রের এনবিসি টেলিভিশনের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের একটি শক্তিশালী রাষ্ট্র দরকার। এজন্য প্রয়োজন অর্থনৈতিক ও সামরিক সাহায্য। আমাদের সেনা ও নিরাপত্তা বাহিনীর আধুনিয়ান প্রয়োজন।”

চলতি সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন সফর করার কথা আছে। তার সফরের আগে ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী তার দেশের জন্য আমেরিকার পক্ষ থেকে ‘যথার্থ সহায়তা’ প্রয়োজন বলে জানালেন।

বিশ্বের স্থিতিশীলতা নষ্ট করা এবং এনপিটি লঙ্ঘনের জন্য রুশ প্রেসিডেন্টকে দায়ী করে ইয়াতসেনিয়ুক বলেন, মস্কো এখন শুধু ইউক্রেন ও ইউরোপিয় ইউনিয়নের জন্যই নয় বরং পুরো বিশ্বের জন্যই হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী বলেন কিয়েভে’র সামরিক বাহিনী তথা পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বিক সাহায্য একান্ত প্রয়োজন।

গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে পাশ্চাত্যপন্থী গণআন্দোলনের জের ধরে রুশপন্থী প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের পতন হয়। এরপর দেশটির ক্রিমিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত এক গণভোটের জের ধরে এটি রুশ ফেডারেশনে যোগ দেয়। এ ঘটনায় কিয়েভের পাশ্চাত্যপন্থী সরকারের সঙ্গে মস্কোর তীব্র টানাপড়েন তৈরি হয়। এখনো ইউক্রেনের পূর্ব সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া এবং দেশটির পূর্বাঞ্চলীয় শহরগুলোতে বিক্ষোভ দেখাচ্ছে রুশপন্থীরা।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন