বনধে কাশ্মিরি নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বিপর্যস্ত জনজীবন
বনধে কাশ্মিরি নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বিপর্যস্ত জনজীবন
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে হুরিয়ত কনফারেন্স-এর ডাকা বনধে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বনধ চলাকালে স্কুল-কলেজ, দোকানপাট বন্ধ রয়েছে। কোনো যানবাহন চলছে না। লোকসভা নির্বাচন বয়কটের প্রচার চালানোর অভিযোগে আটক হুররিয়াত নেতাদের মুক্তির দাবিতে কাশ্মির উপত্যকাজুড়ে বনধের ডাক দেন হুরিয়ত নেতা সৈয়দ আলী শাহ গিলানি।
আগামী ২৪, ৩০ এপ্রিল এবং ৭ মে কাশ্মিরের অনন্তনাগ, শ্রীনগর ও বারামুলা জেলায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের দিনগুলোতে ‘গণকার্ফু’ পালনের জন্য গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে উপত্যকাবাসীদের কাছে আবেদন জানিয়েছেন গিলানি। তিনি বলেন, 'ভোটাধিকারের মতোই ভোট থেকে বিরত থাকার অধিকারও মানুষের আছে।'
তবে, এই আহ্বানকে 'বেআইনি' দাবি করে বুধগাম থানায় গিলানির বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (নিরোধক) আইনের ১৩ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন