ল্যাভরভ: জেনেভা চুক্তি লংঘন করছে ইউক্রেন
ল্যাভরভ: জেনেভা চুক্তি লংঘন করছে ইউক্রেন
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, জেনেভা চুক্তি লংঘন করছে ইউক্রেন।
ইউক্রেন সংকট নিরসনে গত সপ্তাহে জেনেভায় ওই আন্তর্জাতিক চুক্তি হয়।
ল্যাভরভ বলেছেন, জেনেভা চুক্তি বাস্তবায়নে শুধু গড়িমসিই করা হচ্ছে না বরং কিয়েভের ক্ষমতা দখলকারীরা এ চুক্তি লংঘনের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ল্যাভরভ বলেন, মস্কোকে হুমকি ও সময়সীমা বেধে না দিয়ে বরং কিয়েভের ক্ষমতা দখলকারীদের দায়িত্ব নিতে হবে আমেরিকোকে। একইসঙ্গে তিনি জানান, পূর্ব ইউক্রেনে হস্তক্ষেপ করার জন্য মস্কোর স্থানীয় নেতারা যে আহ্বান জানাচ্ছেন তাতে রাশিয়া এক জটিল অবস্থার মধ্যে পড়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ ইউক্রেনের স্লাভিনস্ক, মারিউপোল এবং আরো কয়েকটি এলাকায় মুখোশধারী সন্ত্রাসীদের বর্বর হামলা অব্যাহত রয়েছে। ইস্টার সানডে’র দিন যে হামলা হয়েছে তাতে জেনেভা চুক্তির বিরোধীরা ল্যাভবান হবে বলেও মন্তব্য করেন ল্যাভরভ।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন