ন্যাটোর আওয়াক্স ইউক্রেন ও রুমানিয়ার আকাশে নজরদারি করছে
ন্যাটোর আওয়াক্স ইউক্রেন ও রুমানিয়ার আকাশে নজরদারি করছে
ইউক্রেন ও রুমানিয়ার আকাশে নজরদারির জন্য ন্যাটোর মোতায়েন করা আওয়াক্স বিমান জার্মানির বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছে।
পূর্ব জার্মানির গেইলেনকিরচেনে অবস্থিত ন্যাটোর ঘাঁটি থেকে গতকাল বিমানটি উড্ডয়ন করেছে। গত মাসের ১৪ তারিখ থেকে আওয়াক্স বিমান নিয়মিত রুমানিয়া ও পোলান্ডের আকাশে টহল দিতে শুরু করেছে। ইউরোপে ন্যাটোর সুপ্রিম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন মার্কিন বিমান বাহিনীর জেনারেল ফিলিপ ব্রিডলাভ। গত মাসের ১০ তারিখে তিনি ন্যাটোর বিমান দিয়ে টহল দেয়ার সুপারিশ করেন।
ফিলিপ ব্রিডলাভ বলেন, জার্মানি এবং ব্রিটেনের ঘাঁটি থেকে এ সব ফ্লাইট উড্ডয়ন করবে এবং এসব টহল দেয়ার মাধ্যমে মিত্র দেশগুলোকে বিরাজমান পরিস্থিতি সম্পর্কে সচেতন করে তোলা হবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন