মার্কিন রণতরী ও রুমানিয়ার যুদ্ধজাহাজের যৌথ মহড়া
মার্কিন রণতরী ও রুমানিয়ার যুদ্ধজাহাজের যৌথ মহড়া
মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুক এবং রুমানিয়ার কয়েকটি যুদ্ধজাহাজ কৃষ্ণ সাগরে যৌথ সামরিক মহড়া করেছে। ডোনাল্ড কুকে অ্যাজিস ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এবং টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে।
ইউক্রেন থেকে পরিচালিত ওয়েব সাইট টিএসএন ডট ইউএ জানিয়েছে, রুমানিয়ার পানি সীমায় অনুষ্ঠিত এ মহড়ায় মার্কিন যুদ্ধজাহাজ অংশ গ্রহণ করেছে। অবশ্য মহড়া শেষে ইউএসএস ডোনাল্ড কুক পুনরায় কৃষ্ণ সাগরের আন্তর্জাতিক পানি সীমায় ফিরে গেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে বলেছে, ইউএসএস ডোনাল্ড কুক রাশিয়ার জন্য কোনো হুমকি নয়। কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশগুলোর অংশ নয় এমন সব দেশের যুদ্ধ জাহাজ বহরকে সীমিত সময়ের জন্য কৃষ্ণ সাগরে অবস্থানের অনুমতি দেয়া হয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন