মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ওবামার আসন্ন সফরের প্রতিবাদে বিক্ষোভ
মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ওবামার আসন্ন সফরের প্রতিবাদে বিক্ষোভ
মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আসন্ন সফরের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। হিজবুত তাহরির নামের একটি আন্তর্জাতিক সংস্থার আহ্বানে রাজধানী কুয়ালালামপুরের মার্কিন দূতাবাসের সামনে শুক্রবার এ বিক্ষোভ হয়।
আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে ওবামার সফর করার যে কথা রয়েছে তার আগে এ বিক্ষোভ হলো। গত প্রায় অর্ধ শতাব্দির মধ্যে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন।
বিক্ষোভকারীদের হাতের প্ল্যাকার্ড ও ব্যানারগুলোতে লেখা ছিল, ‘শয়তানের অক্ষশক্তি আমেরিকা’, ‘বিশ্বের এক নম্বরের সন্ত্রাসী ওবামাকে প্রত্যাখ্যান করো’। এ ছাড়া, ‘নবীজির দুশমন ওবামা’ এবং ‘আল্লাহু আকবর’ বলেও শ্লোগান দেন বিক্ষোভকারীরা। আফগানিস্তান ও ইরাকসহ বিশ্বে মুসলিম বিরোধী গণহত্যার নায়ক ওবামা বলেও অভিযোগ করেছেন তারা।
মালয়েশিয়া সাম্প্রতিক কয়েক দশকে মার্কিন নীতির সমালোচনায় সোচ্চার ছিল। বিশেষ করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আমেরিকারে একজন কট্টর সমালোচক। তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়া শাসন করেছেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন