বিদেশি মদদপুষ্ট ১০০ বিদ্রোহীর সিরিয়ার সেনাবাহিনীর কাছে আত্মসমর্পন
বিদেশি মদদপুষ্ট ১০০ বিদ্রোহীর সিরিয়ার সেনাবাহিনীর কাছে আত্মসমর্পন
সিরিয়ায় তৎপর বিদেশি মদদপুষ্ট প্রায় ১০০ বিদ্রোহী সেনাবাহিনীর কাছে আত্মসমর্পন করেছে। রাজধানী দামেস্কের উপকণ্ঠে আত্মসমর্পনের সময় তারা বহু অস্ত্র ও গোলাবারুদও কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।
সেনা কর্মকর্তারা জানিয়েছেন, আত্মসমর্পনকারীদের মধ্যে যারা কোনো অপরাধ করেনি তাদেরকে ছেড়ে দেয়া হবে; তবে শর্ত থাকবে আবার তারা অস্ত্র হাতে তুলে নিতে কিংবা দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো তৎপরতা চালাতে পারবে না।
সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসীরা বহু আরব ও পশ্চিমা দেশের কাছ থেকে পৃষ্ঠপোষকতা পাওয়ার পরও তাদের বিরুদ্ধে লড়াইয়ে সরকারি সেনারা সাম্প্রতিক সময়ে বেশ কিছু সাফল্য পেয়েছে। গত ১৩ এপ্রিল প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশের যুদ্ধ পরিস্থিতি সরকারি সেনাদের অনুকূলে রয়েছে।তিনি দামেস্ক বিশ্ববিদ্যালয়ে দেয়া এক ভাষণে বলেন, সিরিয়া সংকট একটি ক্রান্তিলগ্নে উপনীত হয়েছে।
প্রেসিডেন্ট আসাদ বলেন, “এটি সংকটের ক্রান্তিকাল। সামরিক দিক দিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সেনাবাহিনীর বিজয় এবং সিরিয়ার বিরুদ্ধে বহিঃশক্তির হামলার ব্যাপারে জনসচেতনা ও শান্তি প্রক্রিয়া- দু’টি দিক দিয়েই এ ক্রান্তিলগ্নে উপনীত হয়েছে দেশ।” তার মতে, সিরিয়ার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে দেশটির জনগণ এখন অনেক বেশি সচেতন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন