রুশ-পন্থী অস্ত্রধারীরা ইউক্রেনের ২ সৈন্যকে পণবন্দি করেছে
রুশ-পন্থী অস্ত্রধারীরা ইউক্রেনের ২ সৈন্যকে পণবন্দি করেছে
অভিযানে অংশগ্রহণকারী ইউক্রেনের সেনা
ইউক্রেনের পূর্বাঞ্চলে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী দুই সৈন্যকে পণবন্দি হিসেবে আটক করেছে রুশ-পন্থী সশস্ত্র ব্যক্তিরা।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) বলেছে, পূর্বাঞ্চলীয় লুগান্স্ক অঞ্চল থেকে ওই দুই সৈন্যকে অপহরণ করে ‘বিচ্ছিন্নতাবাদীরা’। তবে তাদেরকে মঙ্গলবার অপহরণ করা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ক্রান্সনি লুচ শহরের কাছে একজন সেনা কর্মকর্তা ও একজন সৈন্য যখন তাদের বিকল হয়ে পড়া সাঁজোয়া যান মেরামত করছিলেন তখন তাদের অপহরণ করা হয়।
পূর্বাঞ্চলীয় শহরগুলোতে রুশ-পন্থীদের হাতে দখল সরকারি ভবনগুলো উদ্ধারের লক্ষ্যে মঙ্গলবার থেকে অভিযান শুরু করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এ অভিযানকে পাশ্চাত্যপন্থী প্রেসিডেন্ট ওলেক্সান্ডার তুরচিনভ ‘সন্ত্রাস বিরোধী অভিযান’ বলে অভিহিত করেছেন। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন ‘গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে’ রয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন