সিরিয়ার তাকফিরি বিদ্রোহীরা আরো ৩ শহর থেকে বিতাড়িত হলো
সিরিয়ার তাকফিরি বিদ্রোহীরা আরো ৩ শহর থেকে বিতাড়িত হলো
সিরিয়ার সেনাবাহিনী দেশটির বিদেশি মদদপুষ্ট তাকফিরি বিদ্রোহীদের বিরুদ্ধে বিজয়ের ধারা অব্যাহত রেখেছে। কৌশলগত কালামুন অঞ্চলের তিনটি শহর থেকে বিদ্রোহীদের বিতাড়িত করা হয়েছে বলে ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি খবর দিয়েছে।
আসাল আল-ওয়ারদ, হৌশ আরব এবং জাবাদিন শহরের বিদ্রোহীদের বিরুদ্ধে গতকাল (মঙ্গলবার) সিরিয়ার সেনাবাহিনী সফল অভিযান চালায়। জাবাদিনের অধিবাসীরা স্লোগান দিয়ে এবং জাতীয় পতাকা উড়িয়ে সেনাবাহিনীকে শহরটিতে স্বাগত জানিয়েছে।
এ শহরের এক অধিবাসী প্রেস টিভিকে জানিয়েছেন, জঙ্গিরা শহরটির অনেক অধিবাসীকে অপহরণ ও পণবন্দি করেছে। তাদের চাহিদামত অর্থ দেয়ার পরই এ সব পণবন্দি মুক্তি পেয়েছেন। শহরটির অধিবাসীদের লক্ষ্য করে জঙ্গিরা মর্টার ছুঁড়েছে উল্লেখ করে এ অধিবাসী বলেন, শহরে নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য অধিবাসীরা সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।
২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় অস্থিতিশীলতা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিতে এক লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এ ছাড়া লাখ লাখ মানুষ হারিয়েছে তাদের ঘরবাড়ি।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন