কংগ্রেসের বিবৃতি:সঞ্জয় বারু’র বই 'সব গাঁজাখুরি বিষয়ের
কংগ্রেসের বিবৃতি:সঞ্জয় বারু’র বই 'সব গাঁজাখুরি বিষয়ের
কংগ্রেসের কম্যুনিকেশন প্রধান অজয় মাকেন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাবেক মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারু’র লেখা 'দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার' বইয়ের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস পার্টি।
কংগ্রেসের বিবৃতিতে বারু’র বইকে ‘সমস্ত গাঁজাখুরি বিষয়ের উৎস বা জননী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। মনমোহন সিংয়ের দ্বিতীয় মেয়ে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক উপিন্দর সিং বইটির কঠোর সমালোচনা করার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ খুলল কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে সাড়ে চার পাতার একটি বিবৃতি পাঠিয়েছেন দলটির কম্যুনিকেশন প্রধান অজয় মাকেন।
এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মধ্যে সব সময়ই খুবই ভাল সম্পর্ক বজায় রয়েছে। এ ছাড়া ভারতের নির্বাচন চলার সময়ে এ বই প্রকাশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বিবৃতিতে।
‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' বইতে প্রধানমন্ত্রীর সাবেক মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারু দাবি করেছেন, “প্রধানমন্ত্রী মনমোহন সিং একজন দুর্বল ব্যক্তি এবং তিনি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তাকে সব কিছুই অনুমোদন করিয়ে আনতে হয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছ থেকে।”
এর দাবির প্রতিক্রিয়ায় উপিন্দর সিং গতকাল বলেছেন, ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' বইতে তার বাবা মনমোহন সিংকে নিয়ে নানা কথা তুলে ধরে সাবেক মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারু বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি আরো বলেছেন, শোনা কথাকে সরাসরি বক্তব্য বলে চালিয়ে দিয়েছেন বারু এবং প্রধানমন্ত্রীর দফতরের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না; প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারিও নন তিনি। কাজেই ফাইলপত্র দেখার এখতিয়ার সঞ্জয় বারু’র ছিল না।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন