ঐকমত্যের ভিত্তিতে ‘টিটিপি’র সঙ্গে আলোচনা ব্যর্থ হলে পরবর্তী পদক্ষেপ
ঐকমত্যের ভিত্তিতে ‘টিটিপি’র সঙ্গে আলোচনা ব্যর্থ হলে পরবর্তী পদক্ষেপ
পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার
পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি)’র সঙ্গে আলোচনা ব্যর্থ হলে পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করবে সরকার। ওয়াশিংটন সফরকারী পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। তিনি বলেন, আলোচনা ব্যর্থ হলে অন্যান্য পন্থা গ্রহণ করতে হবে এবং সে সময় সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে তাতে সমর্থন দেবে।
পাকিস্তানের অর্থনীতিতে সন্ত্রাসবাদের প্রভাব নিয়ে কথা বলার সময়ে তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ হওয়ায় সব প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের সঙ্গে সরকার যোগাযোগ বজায় রাখছে। এমনকি যে সব দল সংসদে নেই তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি। এ ছাড়া সপ্তাহব্যাপী ওয়াশিংটন সফরের বিষয়টিও অবহিত করেন তিনি। আন্তর্জাতিক অর্থ তহবিল, বিশ্বব্যাংক, মার্কিন কর্মকর্তা, অন্যান্য দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে ৪৭টি বৈঠক করেছেন বলে জানান তিনি।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন