আল-কায়েদা ইরাকের বিশাল অঞ্চলের পানি বন্ধ করে দিলো
আল-কায়েদা ইরাকের বিশাল অঞ্চলের পানি বন্ধ করে দিলো
ইরাকের আনবার প্রদেশের ফালুজা বাঁধের সব গেইট বন্ধ করে দিয়েছে আল-কায়েদা গেরিলারা। এর ফলে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের মানুষ মারাত্মক পানি সংকটে পড়েছে।
ইরাকের পানি সম্পদ মন্ত্রী মুহানাদ আল-সাদি এক বিবৃতিতে বলেছেন, গেরিলারা রোববার সকাল থেকে ফালুজা বাঁধের সব গেইট পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের মানুষের পানির প্রধান উৎস হচ্ছে এই বাঁধ। কয়েক সপ্তাহ আগে আল-কায়েদা সমর্থিত গেরিলা গোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লিভেন্ট (আইএসআইএল) এই বাঁধটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তবে এর আগে মাঝে মধ্যেই গেইট খুলে দিয়ে কিছু পরিমাণ পানি সরবরাহ করা হচ্ছিল। এবার পানি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে।
গত বছর ডিসেম্বরে আনবার প্রদেশে সহিংসতা শুরু হয়। নিরাপত্তা বাহিনী রামাদিতে সরকারবিরোধী একটি বিক্ষোভ-ক্যাম্প সরিয়ে দেয়ার পর সহিংতা বেড়ে যায়। সরকার বলেছে, বিক্ষোভ-ক্যাম্পটি আল-কায়েদা নেতাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। পরে রামাদির সহিংসতা পাশ্ববর্তী ফালুজা শহরেও বিস্তার লাভ করেছে। এখনও মাঝে মধ্যেই রামাদি ও ফালুজায় সরকারি বাহিনীর সঙ্গে গেরিলাদের সংঘর্ষ হচ্ছে।
নতুন কমেন্ট যুক্ত করুন