দক্ষিণ সুদানের ৫০ হাজার শিশু দ্রুত চিকিৎসা না পেলে মারা যাবে
দক্ষিণ সুদানের ৫০ হাজার শিশু দ্রুত চিকিৎসা না পেলে মারা যাবে
জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, জরুরি ভিত্তিতে চিকিৎসা না পেলে আগামী কয়েক মাসের মধ্যে দক্ষিণ সুদানে পাঁচ বছরের অনূর্ধ্ব ৫০ হাজার শিশু মারা যাবে।
ইউনিসিফের এ বিবৃতিতে আরো বলা হয়েছে, চার মাস আগে সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মানচারের সমর্থক বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই শুরুর পর দেশটির সার্বিক পরিস্থিতির অবনতি ঘটেছে। বর্তমানের দেশটির শিশুরা এক মারাত্মক পরিস্থিতির মুখে পড়েছে এবং দ্রুত তাদের চিকিৎসার পদক্ষেপ না নেয়া হলে পাঁচ বছরের অনূর্ধ্ব ৫০ হাজার শিশু হয়ত অকালে মারা যাবে।
এ ছাড়া, পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করা না হলে প্রায় ১০ লাখ শিশুর এক চতুর্থাংশ মারাত্মক অপুষ্টিতে ভুগবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন