টনি এ্যাবোট: নিখোঁজ বিমানের সঙ্কেত দ্রুত মিলিয়ে যেতে শুরু করেছে
টনি এ্যাবোট: নিখোঁজ বিমানের সঙ্কেত দ্রুত মিলিয়ে যেতে শুরু করেছে
জাহাজ ও বিমানে করে চলছে অবিরাম তল্লাশি
মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহী বিমানের সম্ভাব্য সঙ্কেত দ্রুত মিলিয়ে যেতে শুরু করেছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। তিনি বলেছেন, গভীর সাগর থেকে পাওয়া এই সঙ্কেত রহস্যজনকভাবে নিখোঁজ ফ্লাইট এমএইচ৩৭০ থেকে আসছে বলে মনে হচ্ছে। কাজেই নিখোঁজ এ বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে বের করতে প্রচণ্ড পরিশ্রম করতে হবে।
অথচ এর আগে তিনি বলেছিলেন, অনুসন্ধানী দল সাগর তল থেকে ভেসে আসা যে সঙ্কেত পেয়েছে তা নিখোঁজ বিমানের ব্ল্যাকবক্স থেকেই আসছে বলে তিনি দৃঢ়ভাবে মনে করছেন। এ বিমান উদ্ধারের বিষয়ে তিনি যে আশাবাদ ব্যক্ত করেছিলেন আজকের মন্তব্যের মাধ্যমে তা থেকে তিনি দূরে সরে গেছেন বলে সাংবাদিকরা মনে করছেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, অনুসন্ধানী দলগুলো ব্ল্যাকবক্স থেকে ভেসে আসা যতবেশি সম্ভব সঙ্কেত ধারণ করার চেষ্টা করছে। আর তাহলে অনুসন্ধানের স্থানের পরিধি ছোট করে আনা যাবে বলে জানান তিনি। কিন্তু গত মঙ্গলবার পর্যন্ত অনুসন্ধানী এলাকা থেকে আর কোনো নতুন সঙ্কেত পাওয়া যায়নি।
আর এ পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এ বিমান খুঁজে বার করার জন্য সামনে কি পরিমাণ সমস্যা রয়েছে তা কেউ বুঝতে পারছেন না। টনি অ্যাবোট বলেন, উপকূল থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে মহাসাগরের ৪,৫০০ মিটার তলদেশ থেকে কোনো কিছু খুঁজে বের করা ভীষণ কষ্টকর। সংবাদদাতারা মনে করছেন, ব্ল্যাক বক্সের সঙ্কেতের মতো নিখোঁজ বিমানটি খুঁজে পাওয়ার সম্ভাবনাও হয়ত দ্রুত মিলিয়ে যাচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন