১ মহিলা; হিলারি ক্লিন্টনকে জুতা মারলেন
১ মহিলা; হিলারি ক্লিন্টনকে জুতা মারলেন
আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মেরেছেন এক প্রতিবাদী মহিলা। এ সময় হিলারি ক্লিন্টন লাস ভেগাসের একটি হোটেলে ধাতব পুন:প্রক্রিয়াকরণ সংক্রান্ত এক সম্মেলনে বক্তৃতা করছিলেন। জুতাটি হিলারির শরীরে লাগেনি, কারণ তিনি চট করে মাথা সরিয়ে নিতে পেরেছিলেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে মার্কিন গোয়েন্দা সূত্র জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের মুখপাত্র জর্জ ওগিলভি বলেছেন, জুতা ছুঁড়ে মারার পরপরই ওই মহিলাকে আটক করা হয়েছে। আটক মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। টিভি ফুটেজে দেখা গেছে, প্রায় এক হাজার লোকের এক সমাবেশে হিলারিকে জুতা মারার ঘটনাটি ঘটে এবং ঘটনার পর হিলারি তার বক্তৃতা চালিয়ে যান। জুতা ছোঁড়ার ঘটনাটি নিয়ে কিছুক্ষণ রসিকতাও করেন তিনি।
২০০৮ সালে বাগদাদে তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মারার ঘটনা সবচেয়ে আলোড়ন সৃষ্টি করে। ইরাকে মার্কিন আগ্রাসনের প্রতিবাদে এক ইরাকি যুবক বুশকে জুতা মারেন। ওই ঘটনার পর থেকে আরও কয়েকটি দেশে এ ধরনের ঘটনা ঘটেছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন