ক্রিমিয়ার নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল ক্ষুব্ধ আমেরিকা
ক্রিমিয়ার নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল ক্ষুব্ধ আমেরিকা
রাশিয়ায় যোগ দেয়ার পর ক্রিমিয়ার নাগরিকদের উল্লাস
সম্প্রতি ইউক্রেন থেকে বেরিয়ে রাশিয়ায় যোগ দেয়া প্রজাতন্ত্র ক্রিমিয়ার কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। নিষেধাজ্ঞার কবলে পড়া কর্মকর্তাদের মধ্যে রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার চুক্তিতে স্বাক্ষরকারী একজন নেতা রয়েছেন।
মার্কিন অর্থ বিভাগ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ক্রিমিয়ার ছয় ‘বিচ্ছিন্নতাবাদী’ নেতা, ইউক্রেনের একজন সাবেক কর্মকর্তা এবং ক্রিমিয়াভিত্তিক একটি গ্যাস কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউক্রেনের চলমান পরিস্থিতির জন্য দায়ী বলে বিবৃতিতে দাবি করা হয়।
ক্রিমিয়ার যেসব কর্মকর্তা মার্কিন নিষেধাজ্ঞার আওতায় এসেছেন তারা হলেন পিওত্র জিমা, অ্যালেকসেই চালি, রুস্তম তেমিরগালিয়েভ, ইউরি ঝেরেবস্তভ, মিখাইল মালিশেভ ও ভ্যালেরি মেদভেদেভ। এ ছাড়া, ইউক্রেনের পার্লামেন্টের সাবেক ভাইস-স্পিকার সের্গেই তিসেকভকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। তিনি ক্রিমিয়ায় স্বাধীনতার পক্ষে অনুষ্ঠিত গণভোটের পথ প্রশস্ত করে দিয়েছিলেন।
মার্কিন সরকার এসব কর্মকর্তার সম্পদ আটক করেছে। মার্কিন নাগরিকরা এসব কর্মকর্তা ও উল্লেখিত গ্যাস কোম্পানির সঙ্গে কোনো লেনদেন করতে পারবে না।
সম্প্রতি ইউক্রেনে পাশ্চাত্যপন্থী আন্দোলনের জের ধরে রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতন হয়। এরপর ইউক্রেনের সাবেক প্রজাতন্ত্র ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটের জের ধরে এটি রাশিয়ায় যোগ দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয় ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা। পশ্চিমা দেশগুলো তাদের ক্ষোভ প্রকাশ করার জন্য এর আগে একদফা রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন