দ. কোরিয়া ও আমেরিকার সর্ববৃহৎ যৌথ বিমান মহড়া শুরু হলো
দ. কোরিয়া ও আমেরিকার সর্ববৃহৎ যৌথ বিমান মহড়া শুরু হলো
আমেরিকার সঙ্গে ইতিহাসের সর্ববৃহৎ বিমান মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া। এই মহড়ায় ১০৩টি বিমান এবং এক হাজার ৪০০ সেনা অংশ নিচ্ছে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এ মহড়া চলবে।
দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মাঝে বিমান বাহিনীর যৌথ মহড়া তাদের যুদ্ধ-প্রস্তুতি জোরদার করবে। এবার শত্রু পক্ষের ওপর হামলা এবং নিজ পক্ষের সেনাদের জন্য রসদ ও যুদ্ধ সরঞ্জাম পৌঁছে দেয়ার মহড়া চলবে।
'ম্যাক্স থান্ডার' নামের এ মহড়ায় দক্ষিণ কোরিয়ার 'এফ-১৫কে' জঙ্গি বিমানের পাশাপাশি মার্কিন বিমান বাহিনীর এফ-১৫, এফ-১৬ এবং নৌবাহিনীর এফএ-১৮ ও ইএ-১৮ বিমান অংশ নিচ্ছে।
উত্তর কোরিয়া অভিযোগ করেছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুদ্ধ মহড়ার মাধ্যমে কোরীয় উপদ্বীপে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে আমেরিকা। কিছু দিন আগেও ১২ দিনব্যাপী যৌথ মহড়া চালিয়েছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া। সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমেরিকার বিদ্বেষমূলক নীতি ব্যর্থ করে দেয়া হবে বলেও তিনি ঘোষণা করেন।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন