আবার ঢুকল চীনা জাহাজ পূর্ব চীন সাগরের বিতর্কিত পানি সীমায়
আবার ঢুকল চীনা জাহাজ পূর্ব চীন সাগরের বিতর্কিত পানি সীমায়
পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের পানিসীমায় ঢুকেছে চীনের জাহাজ।
জাপানের উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে, আজ (শনিবার) স্থানীয় সময় ৯টার দিকে তিনটি চীনা জাহাজ দিয়াইউ দ্বীপটির ১২ নটিক্যাল মাইলের মধ্যে প্রবেশ করে এবং দু’ঘণ্টা পর ওই স্থান ত্যাগ করে।
পূর্ব চীন সাগরের দিয়াইউ বা সেনকাকু দ্বীপ নিয়ে চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। জাপান ২০১২ সালে দ্বীপটিকে জাতীয়করণ করার পর থেকে প্রায়ই চীনা জাহাজ ও বিমান বিতর্কিত অঞ্চল দিয়ে টহল দেয়। চীনও ওই দ্বীপের মালিকানা দাবি করে আসছে। দ্বীপ নিয়ে চলমান বিতর্কে এশিয়ার এ দু’টি দেশের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে টানাপড়েন চলছে।
দিয়াইউ বা সেনকাকু দ্বীপের সার্বভৌমত্ব ছাড়ের বিষয়ে কোন আপোষ করবে না বলে এর আগে ঘোষণা করেছে টোকিও এবং বেইজিং। চীনের উপকূল থেকে দ্বীপটি ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। গত বছরের নভেম্বর মাসে বিতর্কিত দ্বীপপুঞ্জকে ঘিরে আকাশ প্রতিরক্ষা জোন গঠন করে বেইজিং।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন