সিরিয়া: সৌদি,কাতার ও তুরস্কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি করল
সিরিয়া: সৌদি,কাতার ও তুরস্কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি করল
সিরিয়ার তাকফিরি বিদ্রোহীদের সমর্থন দিয়ে জাতিসংঘের সন্ত্রাসবাদ বিরোধী ইশতেহার লঙ্ঘন করায় সৌদি আরব, কাতার এবং তুরস্কের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে শান্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে দামেস্ক।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে লেখা চিঠিতে এক চিঠিতে এ দাবি জানায় সিরিয় সরকার। চিঠিতে সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর হোমসে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে।
চলতি মাসের ৯ তারিখে হোমসের একটি বাণিজ্যিক সড়কে ন্যক্কারজনক গাড়ি বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৫ নিহত এবং শতাধিক আহত হয়েছে।
এ ছাড়া,সিরিয় জনগণের বিরুদ্ধে বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের চলমান সন্ত্রাসের তৎপরতার বিষয়ে জাতিসংঘের অব্যাহত নীরবতার তীব্র সমালোচনা করা হয়েছে দামেস্ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেখা এ চিঠিতে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন