চতুর্থ দফায় ভোট হচ্ছে ৪ রাজ্যের ৭ আসনে: লোকসভা নির্বাচন ২০১৪
চতুর্থ দফায় ভোট হচ্ছে ৪ রাজ্যের ৭ আসনে: লোকসভা নির্বাচন ২০১৪
১৬তম লোকসভার নির্বাচনের চতুর্থ দফায় অসম, ত্রিপুরা, সিকিম ও গোয়ার সাতটি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। একইসঙ্গে সিকিম বিধানসভার ৩২টি আসনে রায় দিচ্ছেন ভোটাররা।
আজ (শনিবার) সকাল সাতটা থেকে ত্রিপুরা পূর্ব, অসমের শিলচর, করিমগঞ্জ ও কার্বি আংলং স্বশাসিত জেলা, সিকিম, উত্তর গোয়া এবং দক্ষিণ গোয়া লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে উৎসাহী জনতার লম্বা লাইন লক্ষ্য করা গেছে। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে নির্বাচন কমিশন কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।
এই দফার নির্বাচনে ৭৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় আধ কোটি ভোটার।
ত্রিপুরা পূর্ব কেন্দ্রে সিপিএম প্রার্থী ও রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী জিতেন্দ্র চৌধুরি, তৃণমূল প্রার্থী ভৃগুরাম রিয়াং ও কংগ্রেসের সচিত্র দেববর্মার ভাগ্যপরীক্ষা হবে। এই কেন্দ্রে প্রার্থীর সংখ্যা মোট ১২ জন। এই আসনের ১৪৯০টি বুথের মধ্যে ২৭০টি অতি স্পর্শকাতর ও ৫৪৮টি স্পর্শকাতর। ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাংলাদেশ বরাবর ৮৫৬ কিলোমিটার সীমান্ত ‘সিল' করে অতন্দ্র নজর রেখেছে সীমান্ত রক্ষীবাহিনী।
অসমের তিন কেন্দ্রে উল্লেখযোগ্যদের মধ্যে যাদের ভাগ্য নির্ধারিত হবে তারা হলেন- বরাক উপত্যকার শিলচরে কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতা দেব, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি প্রার্থী কবীন্দ্র পুরকায়স্থ, করিমগঞ্জে ললিতমোহন শুক্লবৈদ্য ও কৃষ্ণা দাস এবং কার্বি আংলং স্বশাসিত জেলায় বীরেসিং ইংতি ও জয়রাম ইংলেং। তিন কেন্দ্রে মোট প্রার্থী ৩৭ জন। ভোটের মধ্যেই কার্বি আংলংয়ে ৭২ ঘণ্টার বনধ ডেকেছে জঙ্গি সংগঠন কেপিএলটি। ভোট নির্বিঘ্নে সম্পন্ন্ করতে মোতায়েন করা হয়েছে ১০৫ কোম্পানি আধা-সামরিক ও পুলিশবাহিনী।
সিকিমের একমাত্র লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নকুলদাস রাই। এ ছাড়া প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন- ক্ষমতাসীন সিকিম ডেমোক্র্যাটিক ফ্রণ্টের (এসডিএফ) প্রেমদাস রাই ও এসকেএমের টেকনাথ ঢাকাল।
এ ছাড়া, আজ সিকিম বিধানসভার ৩২টি আসনেও ভোট হচ্ছে। মোট প্রার্থী ১২১ জন। ভাগ্যপরীক্ষা হবে রাজ্যের টানা চারবারের মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিংয়ের। তিনি লড়ছেন দু’টি কেন্দ্র নামচি-সিংহিথাং ও রাঙ্গাং-ইয়াংগাংয়ে। এবারও জিতে তার দল এসডিএফ ক্ষমতায় ফিরলে ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি সময়ের মুখ্যমন্ত্রী হিসেবে নয়া রেকর্ড গড়তে পারবের চামলিংয়ে। তাহলে তিনি ভাঙবেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর টানা ২৩ বছর ক্ষমতায় থাকার রেকর্ড।
গোয়ায় লোকসভার দুই আসনে মোট প্রার্থী ১৯ জন। দক্ষিণ গোয়াতে লড়াই মূলত তৃণমূল কংগ্রেসের চার্চিল আলেমাও, বিজেপির নরেন্দ্র সাওয়াইকার ও অ্যালেক্সিও রেজিনালদোর মধ্যে। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আলেমাও সম্প্রতি কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। উত্তর গোয়ায় লড়াই সীমাব থাকবে বিজেপির শ্রীপদ নায়েক ও কংগ্রেসের রবি নায়েকের মধ্যে।
গতকাল (শুক্রবার) মিজোরামের একমাত্র লোকসভা আসন ও রাজ্য বিধানসভার আইজল সিটি কেন্দ্রে উপ-নির্বাচন হয়েছে। ভোট পড়েছে ৭০ শতাংশের মতো।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন