মস্কো: ‘প্রেসিডেন্ট’ ইয়ানুকোভিচকে ইউক্রেনের কাছে হস্তান্তর নয়
মস্কো: ‘প্রেসিডেন্ট’ ইয়ানুকোভিচকে ইউক্রেনের কাছে হস্তান্তর নয়
পুতিনের সঙ্গে ইয়ানোকোভিচ (বামে)
ইউক্রেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে হস্তান্তর করবে না রাশিয়া। দেশটির প্রসিকিউটর জেনারেল ইউরি চাইকা (শুক্রবার) এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, রাশিয়ার দৃষ্টিতে ইয়ানুকোভিচ এখনও ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট। তাকে ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে না। ইউক্রেনের বর্তমান সরকার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে তাদের কাছে হস্তান্তরের আহ্বান জানানোর পর মস্কোর পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো।
ইউরোপীয় ইউনিয়নপন্থীদের বিক্ষোভ ও ষড়যন্ত্রের মুখে ইউক্রেনের নির্বাচিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ রাশিয়ায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। রুশ কর্মকর্তারা বলেছেন, ইয়ানুকোভিচই ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট, কারণ তাকে অন্যায়ভাবে সরিয়ে দেয়া হয়েছে।
ভিক্টর ইয়ানুকোভিচ ইউরোপীয় ইউনিয়নের চেয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের পক্ষে ছিলেন। এ কারণে তিনি ইউরোপ ও আমেরিকার ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে মস্কো মনে করে। রুশপন্থী প্রেসিডেন্ট ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করার পর রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলকে নিজের সঙ্গে একীভূত করেছে এবং এ ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার সম্পর্কে এখনও ব্যাপক টানাপড়েন চলছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন