রাশিয়া তেল চুক্তির ক্ষেত্রে আমেরিকাকে নয় জাতিসংঘকে মানবে
রাশিয়া তেল চুক্তির ক্ষেত্রে আমেরিকাকে নয় জাতিসংঘকে মানবে
রুশ অর্থমন্ত্রী অ্যান্টন সিলুয়ানভ
ইরানের সঙ্গে তেল চুক্তির ক্ষেত্রে জাতিসংঘের নীতিমালা মেনে চলবে রাশিয়া। রুশ অর্থমন্ত্রী অ্যান্টন সিলুয়ানভ এ ঘোষণা দিয়ে বলেছেন, মার্কিন নীতিমালা মানতে তার দেশ বাধ্য নয়। ওয়াশিংটনে আন্তর্জাতিক অর্থ তহবিলের বৈঠকের অবকাশে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তেলের বিনিময়ে পণ্য সংক্রান্ত ইরান-মস্কো সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করার পর রুশ অর্থমন্ত্রী এ প্রতিক্রিয়া জানালেন।
তিনি বলেন, জাতিসংঘ যে সব পণ্যের ক্ষেত্রে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া কেবল সেসব মেনে চলবে এবং সে নীতি অনুযায়ী কাজ করবে।
তিনি আরো বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে একটি কাণ্ডজ্ঞানহীন পরিস্থিতি বিরাজ করছে। জাতিসংঘ নিষেধাজ্ঞার বিষয়ে যে সব নীতিমালা নির্ধারণ করেছে তার সঙ্গে আমেরিকার নীতিমালার পার্থক্য রয়েছে। মার্কিন সরকার নিষেধাজ্ঞার ক্ষেত্রে তার নিজস্ব নীতিমালা অনুসরণ করছে।
গত বৃহস্পতিবার মার্কিন অর্থমন্ত্রী জ্যাক লি সতর্ক করে দিয়ে বলেছিলেন, ইরানের সঙ্গে তেলের বিনিময়ে পণ্য সংক্রান্ত যে চুক্তি রাশিয়া স্বাক্ষর করতে যাচ্ছে তাতে তেহরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘিত হতে পারে। তিনি আরো দাবি করেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তিরও পরিপন্থি হতে পারে তেহরান-মস্কো সম্ভাব্য চুক্তি।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন