রাশিয়া ইরান নিয়ে মার্কিন হুমকিতে ভীত নয়

রাশিয়া ইরান নিয়ে মার্কিন হুমকিতে ভীত নয়

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ,
সের্গেই রিয়াবকভ
ইরানের সঙ্গে রাশিয়ার পরিকল্পিত তেল চুক্তির বিরুদ্ধে আমেরিকা যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তা প্রত্যাখ্যান করেছে মস্কো। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, তার দেশ এ ধরনের হুমকিতে ভীত নয়।

তিনি আজ মস্কোয় বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে বাণিজ্যিক লেনদেন বাড়ার বিষয়টি অন্য কোনো দেশের জন্য রাজনৈতিক বা অর্থনৈতিক হুমকি সৃষ্টি করছে না।

রাশিয়া ও ইরান বর্তমানে সম্ভাব্য যে চুক্তি স্বাক্ষরের চেষ্টা করছে তাতে বলা হয়েছে, রাশিয়া থেকে পণ্য আমদানির বিনিময়ে মস্কোর কাছে দৈনিক পাঁচ লাখ ব্যারেল তেল বিক্রি করবে তেহরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ চুক্তির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে গতকাল বলেছিলেন, রাশিয়া ও ইরান যদি এ চুক্তি নিয়ে এগিয়ে যায় তাহলে দু’টি দেশের ওপরই নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

কিন্তু রিয়াবকভ ইরানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সিদ্ধান্ত অটল থাকার ইঙ্গিত দিয়ে মার্কিন নিষেধাজ্ঞার হুমকি নাকচ করে দেন। তিনি বলেন, “আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা সেটি যে দেশের ওপরই আরোপ করা হোক না কেনো, মস্কোর দৃষ্টি তা অবৈধ এবং আমরা তা প্রত্যাখ্যান করি।”

ইরান ও রাশিয়া নিজেদের মধ্যে বাণিজ্যিক লেনদেন বাড়াতে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে দু’টি চুক্তি সই করে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্বাক্ষরিত এ চুক্তি বাস্তবায়নের জন্য এ লেনদেন ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় করার সিদ্ধান্ত নেয় তেহরান ও মস্কো। গত প্রায় দু’বছর ধরেই ইরানি মুদ্রা রিয়াল এবং রুশ মুদ্রা রুবলে বেচাকেনা করছে ইরান ও রাশিয়া।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন