আয়াতুল্লাহ খামেনেয়ী: ইরানের পরমাণু গবেষণা কখনোই বন্ধ হবে না
আয়াতুল্লাহ খামেনেয়ী: ইরানের পরমাণু গবেষণা কখনোই বন্ধ হবে না
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তেহরানের পরমাণু গবেষণা এবং উন্নয়ন তৎপরতা কখনোই বন্ধ হবে না।
তিনি আজ ইরানের পরমাণু কর্মকর্তা ও বিশেষজ্ঞদের এক সমাবেশে এ সব কথা বলেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন,তার দেশ পরমাণু কর্মসূচির ক্ষেত্রে সে সব সাফল্য অর্জন করেছে তা কখনো বন্ধ করবে না।
ইরান পরমাণু অস্ত্র চায় না সে কথা প্রমাণিত হয়েছে- উল্লেখ করে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরো বলেন, কিন্তু মার্কিন কর্মকর্তারা যখন পরমাণু বিষয়ে কথা বলেন তখন তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরমাণু অস্ত্রের বিষয়ে কথা বলেন। অথচ ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি।
তিনি জোর দিয়ে বলেন, পরমাণু গবেষণা ও উন্নয়ন অব্যাহত রাখার বিষয়ে ইরানি আলোচকদের কথা বলতে হবে। এ বিষয়ে ছাড় দেয়ার অধিকার কারো নেই বা কেউ এমন কিছু করবেন না বলে ঘোষণা করেন সর্বোচ্চ নেতা।
এ ছাড়া, পরমাণু বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়ে তিনি বলেন, অন্য দেশের জোর খাটানোর প্রচেষ্টাকে ইরানের আলোচকরা মেনে নেবেন না।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন