ভ্রান্ত চিন্তার (জিহাদুন নিকাহর) খপ্পরে ১৫ বছরের এক সৌদি মেয়ে
ভ্রান্ত চিন্তার (জিহাদুন নিকাহর) খপ্পরে ১৫ বছরের এক সৌদি মেয়ে
টিভি শিয়াঃ ১৫ বছরের এক মেয়ে যে জিহাদুন নিকাহর জন্য সিরিয়াতে এসেছিল, সে নিজের দেশে ফিরে যেয়ে তার মতামত বর্ণনা করে।
আয়েশাতুল বুকরা নামক ১৫ বছর বয়সী একটি সৌদি মেয়ে যে সিরিয়াতে জিহাদুন নিকাহ করতে সিরিয়াতে আসে এবং ফিরার সময় সে সাংবাদিকদের কাছে সিরিয়ার জঙ্গি বাহিনী এবং জিহাদুন নিকাহর প্রকৃত চেহারা তুলে ধরে।
সে বলেঃ আমি ওহাবী মুফতি মোহাম্মাদুল আরিফীর ফতুয়া মোতাবেক, যে নারীরাও জিহাদুন নিকাহর জন্য সিরিয়াতে যেতে পারে। তখন আমি সিরিয়াতে যাওয়ার মনস্থির করি এবং সেখানে যায়।
জিহাদুন নিকাহতে বিভিন্ন দেশের জঙ্গি পুরুষদের সাথে আমার দৈহিক মিলন হয় যাদের সংখ্যা প্রায় এক হাজারেরও বেশী। এসব জঙ্গি পুরুষেরা ছিল জাযায়ের, পাকিস্থান, সোমালিয়া, ইথিওপিয়া সহ বিভিন্ন দেশের।
সে বলেঃ আমি বর্তমানে গর্ভবতি এবং আমি জানিনা যে আমার এ সন্তানের পিতা কে? সে বলে আমার মনে হয় আমার এ সন্তানের পিতা হচ্ছে জেবহাতুন নাসর এর কমান্ডার। কেননা সে আমাকে তার সাথে ইসরাইলে নিয়ে যায় এবং সেখানে সে আমার সাথে কয়েকবার দৈহিক মিলন ঘটে। সেখানে সে ইসরাইলের কমান্ডারের সাথে সাক্ষাত করে এবং তার কাছ থেকে অস্ত্র এবং সৈন্যর আদান প্রদানের কথা বলে।
আয়েশাকে জঙ্গিদের মনমানসিকতা সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলেঃ আমার মনে হয় যে সিরিয়াতে আল কায়েদা, নাসারা, ইসরাইল এবং কাতারের মাধ্যমে যে যুদ্ধ সংঘটিত হয়েছে তাদের ধ্বংষ হতে আর বেশীদিন নাই। কেননা তাদের মধ্যে অনেকেই সিরিয়ার সৈন্যবাহিনীকে দেখে ভয় পাই এমন অনেকে আবার যুদ্ধ ছেড়ে পালিয়েও যায়। সে আরো বলেঃ আমি অনেকবার দেখেছি যে, বিভিন্ন দেশের জঙ্গিদের লাশ ময়লা ফেলার স্থানেও পড়ে থাকতে দেখেছি এবং তাদের লাশ দেখে মনে হয়েছিল তারা হচ্ছে লাওয়ারিশ।
নতুন কমেন্ট যুক্ত করুন