টিটিপি মুখপাত্র: যুদ্ধবিরতি ঘোষণা করলাম, কিন্তু হামলা আরও বাড়লো
টিটিপি মুখপাত্র: যুদ্ধবিরতি ঘোষণা করলাম, কিন্তু হামলা আরও বাড়লো
টিটিপি মুখপাত্র শহীদুল্লাহ শহীদ (মাঝখানে)
পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিকে তালেবান-টিটিপি’র মুখপাত্র শহীদুল্লাহ শহীদ বলেছেন, তালেবান সদস্যদের ওপর সরকারি বাহিনীর হামলা আগের চেয়ে আরো বেড়েছে।
চলতি মাসের শুরুতে একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছে টিটিপি। যুদ্ধবিরতি ঘোষণার পর সরকারি বাহিনী গেরিলা অবস্থানে হামলা জোরদার করেছে বলে ওই মুখপাত্র দাবি করেছেন। তার মতে, যুদ্ধবিরতি ঘোষণার পর সরকারের উচিত ছিল তালেবান অবস্থানে হামলা করা থেকে বিরত থাকা। তালেবান মুখপাত্র বলেন, সরকারের এসব ততপরতা থেকে মনে হচ্ছে তারা আলোচনার বিষয়ে আন্তরিক নয়। তিনি অভিযোগ করেছেন-পাকিস্তানের বিভিন্ন কারাগারে আটক তালেবান সদস্যদের ওপর নির্যাতনের মাত্রাও আগের চেয়ে বেড়ে গেছে। তিনি বলেন, আসলে সরকার চায় পাকিস্তানজুড়ে আবারও তালেবানের হামলা শুরু হোক।
পাকিস্তানের গেরিলা গোষ্ঠী তেহরিকে তালেবানের হামলায় এ পর্যন্ত বহু নিরপরাধ মানুষ নিহত হয়েছে। দেশটির সরকার ওই গোষ্ঠীর সঙ্গে কয়েক দফা আলোচনায় অংশ নিলেও সমস্যার সমাধান হয়নি।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন