সিআইএ বিশ্বের দেশগুলোকে ভেঙে টুকরো করার নীতি নিয়েছে
সিআইএ বিশ্বের দেশগুলোকে ভেঙে টুকরো করার নীতি নিয়েছে
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ বিশ্বের স্বাধীন দেশগুলোকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র করছে।
ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ওয়েবস্টার গ্রিফিন টারপ্লে এ কথা বলেছেন। তিনি বলেন, বিশ্বের দেশগুলোকে ভেঙে টুকরো টুকরো করার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে সিআইএ। এ জন্য ক্ষুদ্র রাষ্ট্র, ব্যর্থ-রাষ্ট্র এবং বিভক্ত রাষ্ট্রসহ নানা নীতি কার্যকর করছে সিআইএ। টারপ্লে জানান, সেসব দেশ সিআইএ’র এ নীতির শিকার হয়েছে তার মধ্যে রয়েছে যুগোস্লাভিয়া, সুদান, ইরাক এবং লিবিয়া।
ইতালি থেকে ভেনিস ও তার আশেপাশের এলাকাকে বিভক্ত করার বিষয়ে সম্প্রতি যে অনলাইন মতামত জরিপ চালানো হয়েছে সে উদাহরণও তুলে ধরেন এ বিশ্লেষক। এ জাতীয় মতামত জরিপকে 'প্রচারণা সংক্রান্ত চমক' হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নর্দার্ন লিগসহ কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত কয়েকটি গোষ্ঠী এ পদক্ষেপ নিয়েছে। এ ভোটের ফলাফল যাই হোক না কিংবা এতে ব্যাপকসংখ্যক ভোটার অংশগ্রহণ করেছে বলে দাবি করা হোক- এর কোনো আইনগত বৈধ্যতা নেই।
ভেনিস ও আশেপাশের এলাকায় বসবাসরত ২০ লাখের বেশি অধিবাসী সপ্তাহব্যাপী এ মতামত জরিপে অংশ নিয়েছে এবং ইতালি থেকে ভেনিসের স্বাধীনতার পক্ষে ৮৯ শতাংশ ভোট দিয়েছে।
অনলাইন এ ভোটাভুটির আয়োজন করেছে স্থানীয় কয়েকটি স্বাধীনতাকামী দল এবং এর কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। গণভোটের লক্ষ্যে একটি বিলের প্রতি সমর্থন আদায়ের জন্য এই অনলাইন ভোটাভুটির আয়োজন করা হয়।
গণভোটের এ বিলের প্রতি সমর্থন দিয়েছে দ্য ইন্ডিপেনডেনজা ভেনেটা দল। ইতালি সরকারের দুনীতি ও অর্থনৈতিক মন্দা নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে দলটি ভেনিসকে স্বাধীন করতে চাইছে।
স্বাধীন ভেনিসের সমর্থকরা বলছেন, সপ্তম শতক থেকে ১৭৯৭ সালে নেপোলিয়নের পতন পর্যন্ত ভেনিশিয়ান রিপাবলিক নামে একটি রাষ্ট্র ছিল এবং তাদের নতুন রিপাবলিক অব ভেনেটো প্রাচীন এই রাষ্ট্রের আদলেই গঠিত হবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন