স্বাধীনতা চায় ভেনেতোর ৮৯% বাসিন্দা
স্বাধীনতা চায় ভেনেতোর ৮৯% বাসিন্দা
ইতালির ভেনেতো অঞ্চলে এক গণভোটে ৮৯ শতাংশ বাসিন্দা স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে। ভেনিস ও এর আশেপাশের এলাকাটি ভেনেতো অঞ্চল নামে পরিচিত।
স্থানীয় কয়েকটি দলের পক্ষ থেকে স্বাধীনতার প্রশ্নে এ গণভোট আয়োজন করা হয়েছিল। গত ১৫ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত অনলাইনে এ গণভোট অনুষ্ঠিত হয়েছে। এ গণভোটের কোন আইনগত ভিত্তি না থাকলেও এর মাধ্যমে বৈধ ও স্বীকৃত গণভোট আয়োজনের জন্য একটি বিল প্রণয়নের ক্ষেত্র সৃষ্টি করতে চাইছে স্থানীয় স্বাধীনতাপন্থী দলগুলো।
অনলাইন গণভোট আয়োজনে প্রধান ভূমিকা পালনকারী ইনডিপেনডেন্টযা ভেনেতো পার্টি জানিয়েছে, দুর্নীতি দমন ও অর্থনৈতিক মন্দা মোকাবেলায় সরকারের ব্যর্থতা এবং দক্ষিণাঞ্চলে দারিদ্র্য কমাতে কেন্দ্রের অক্ষমতার কারণে তারা ইতালি থেকে বেরিয়ে যেতে চায়। পার্টির মুখপাত্র নিকোলা গার্ডিয়া জানিয়েছেন, যে রাষ্ট্রের দেয়ালে পিঠ ঠেকে গেছে, সে রাষ্ট্রের অংশ হয়ে তারা আর থাকতে চান না। গতকাল গণভোটের ফলাফল ঘোষণার সময় উপস্থিত জনতা স্বাধীনতার পক্ষে বিভিন্ন শ্লোগান দেন। ভেনেতো অঞ্চলটি এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন