রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে
রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে
চাক হেগেল ও সের্গেই শুইগু
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া হামলা চালাবে না বলে জানিয়েছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলের সঙ্গে ফোনালাপে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু এ প্রতিশ্রুতি দিয়েছেন বলে পেন্টাগন দাবি করেছে।
রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফোনালাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ সময় রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইউক্রেন সীমান্তে রুশ সেনারা কেবলমাত্র সামরিক প্রশিক্ষণে অংশ নিচ্ছে। ইউক্রেন সীমান্ত অতিক্রমের কোন ইচ্ছা তাদের নেই। ইউক্রেন ভূখণ্ডে তারা কোন ধরনের আগ্রাসন চালাবে না। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি এসব তথ্য জানিয়েছেন। তিনি আরো বলেছেন, ইউক্রেন সীমান্তে রুশ সেনা প্রশিক্ষণ কত দিন চলবে, সে বিষয়ে প্রশ্ন করা হলেও সময় সীমার বিষয়ে স্পষ্ট কোন জবাব দেননি রুশ প্রতিরক্ষামন্ত্রী।
ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূত করার পাশাপাশি ইউক্রেনের পূর্বাঞ্চলেও রাশিয়া হামলা চালাতে পারে বলে আশংকা জোরদার হওয়ার পর রুশ ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে ফোনালাপ হয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলেও রুশভাষী অধ্যুষিত এলাকা রয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন