রকেট হামলা গাজা দখলে আনা ছাড়া ঠেকানো যাবে না
রকেট হামলা গাজা দখলে আনা ছাড়া ঠেকানো যাবে না
দখলদার ইসরাইলের সশস্ত্র বাহিনীর প্রধান বেনি গান্তস ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের রকেট ও ক্ষেপণাস্ত্র মোকাবেলায় তেলআবিবের ব্যর্থতার কথা স্বীকার করে বলেছেন, গাজা দখল করা ছাড়া ইসরাইলের জন্য অন্য কোনো পথ খোলা নেই।
গান্তস বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের রকেট হামলা ঠেকানোর জন্য পুরো গাজা দখল করা ছাড়া অন্য কোনো পথ ইসরাইলের জন্য খোলা নেই। এই সমস্যা প্রতি সপ্তাহয় ইসরাইলকে ব্যস্ত রাখছে বলেও তিনি মন্তব্য করেন।
ইসরাইলের রেডিও জানিয়েছে, ইসরাইলি সেনারা গত বুধবার গাজার সীমান্ত এলাকায় সামরিক মহড়া চালিয়েছে। ইসরাইলের জঙ্গি বিমানগুলো এই মহড়ায় অংশ নিয়েছে।
ইসরাইল এমন সময় এই মহড়া চালালো যখন গত সপ্তাহয় ইসরাইলি জঙ্গি বিমানের হামলার জবাবে গাজার সংগ্রামী ফিলিস্তিনিরা ইসরাইলে অন্তত: ৯০টি রকেট নিক্ষেপ করেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন