ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনি শহীদ
ইসরাইলি হামলায় ৩ ফিলিস্তিনি শহীদ
জর্দান নদীর পশ্চিমতীরে ইহুদিবাদী ইসরাইলের সেনাদের রাত্রিকালীন হামলায় তিন ফিলিস্তিনি শাহাদত বরণ করেছেন।
ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার শেষরাতে জেনিন শরণার্থী শিবিরে এ হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের এক সদস্যকে আটকের জন্য এ অভিযান চালানো হয়। হামাসের ওই সদস্যের আবাসিক ভবনে জোর করে ঢুকে পড়ে ইহুদিবাদী সেনারা। কিন্তু ভবন ত্যাগ করতে অস্বীকৃতি জানানোর পর নির্মমভাবে হত্যা করা হয় ওই ফিলিস্তিনিকে।
এ ঘটনার পর পরই ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরাইলি সেনাদের সংঘর্ষ বেঁধে যায় এবং তাদের হামলায় দুই তরুণ ফিলিস্তিনি শহীদ হয়।
জর্দান নদীর পশ্চিমতীরের অন্য একটি এলাকায় ইহুদিবাদী সেনাদের গুলিতে এক তরুণ ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনার ৭১ ঘণ্টা পর নতুন করে তিন ফিলিস্তিনি শহীদ হলো।
ইসরাইলি সেনারা প্রায় প্রতিদিনই জর্দান নদীর পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে এবং ফিলিস্তিনি ঘর-বাড়িতে এ জাতীয় হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের বিনা কারণে আটক করা হচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন