সিরিয়া ও হিজবুল্লাহ যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে

সিরিয়া ও হিজবুল্লাহ যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে

Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু,
ইহুদিবাদী ইসরাইলের সংবাদমাধ্যমগুলো অধিকৃত শেবা কৃষিক্ষেত্র ও গোলান মালভূমিতে ইসরাইলি টহল ইউনিটগুলোর ওপর সাম্প্রতিক হামলার ঘটনাকে নেতিবাচক নানা লক্ষনের ইঙ্গিত বলে আশঙ্কা প্রকাশ করেছে।

দখলদারদের সংবাদমাধ্যমগুলো বলছে, হিজবুল্লাহ ও সিরিয়ার (সরকারি) সেনারাই ওইসব বিস্ফোরণসহ রকেট হামলাগুলোর জন্য দায়ী এবং সম্প্রতি লেবাননের বেকা উপত্যকায় ইসরাইলি হামলার জবাবেই তারা এইসব হামলা চালিয়েছে।

ইহুদিবাদী ইসরাইলের সংবাদমাধ্যমগুলো আরো বলেছে, হিজবুল্লাহ ও সিরিয়া যুদ্ধের সমীকরণ বদলে দেয়ার বা যুদ্ধের নতুন বিধান চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। রণাঙ্গনে নানা সাফল্যসহ এ অঞ্চলে রাশিয়া ও ইরানের বিভিন্ন ভূমিকার আলোকেই তারা এই প্রচেষ্টা চালাচ্ছে বলে ইসরাইলি মিডিয়াগুলো উল্লেখ করেছে।

বর্ণবাদী ইসরাইলের মিডিয়াগুলো আরো বলছে, ইসরাইল অস্ত্রের চালানগুলোর ওপর হামলা অব্যাহত রাখার ওপর জোর দেয়ায় এ ধরনের সংঘাতও চলতে থাকবে এবং হিজবুল্লাহও এ ধরনের হামলার জবাব দেয়ার ওপর জোর দিচ্ছে।

এ অবস্থায় ইহুদিবাদী ইসরাইলের দৈনিক হারেৎজ অধিকৃত শেবা কৃষি-খামার অঞ্চল ও গোলানের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির ওপর বিশ্লেষণমূলক এক প্রতিবেদনে লিখেছে, 'ইসরাইলের উত্তর দিকে যে নতুন রণাঙ্গন সৃষ্টি হয়েছে সে বিষয়ে আর অতিরঞ্জিত কথা বলা ঠিক হবে না'।

ইসরাইলের একটি সংবাদ মাধ্যম বলেছে, "সিরিয়ার সরকারি সেনারা হিজবুল্লাহ, ইরান ও রাশিয়ার সব ধরনের সহযোগিতা পাচ্ছে; ফলে সরকারি সেনাদের অবস্থান সুদৃঢ় হয়েছে এবং তাদের পরাজয়ের সম্ভাবনা অসম্ভব হয়ে পড়েছে। অন্যদিকে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীরা তাদের মিত্র শক্তিগুলোর কাছ থেকে কেবল মৌখিক ওয়াদাই পাচ্ছে।"
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন