ইয়ালোন: ইরানের বিরুদ্ধে যা করার ইসরাইলকেই করতে হবে

ইয়ালোন: ইরানের বিরুদ্ধে যা করার ইসরাইলকেই করতে হবে


ইসরাইলের যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালোন
ইরানের বিরুদ্ধে ‘ব্যবস্থা নেয়া’র ক্ষেত্রে ইসরাইলকে ‘একলা চলো’ নীতি গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালোন।

তিনি মঙ্গলবার তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বলেছেন, “আমরা আগে ভাবতাম ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে যার অগ্রণী ভূমিকা পালন করা উচিত সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু একটা পর্যায়ে এসে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনায় বসে গেল। এবং দুঃখজনকভাবে যখন পারস্যের একটি বাজারে আলোচনা অনুষ্ঠিত হলো তখন ইরানিরা ভাল করতে লাগল।”

ইরানের বিরুদ্ধে এককভাবে হামলা চালানোর ব্যাপারে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এর আগে যে হুমকি দিয়েছেন তার পুনরাবৃত্তি করে মোশে ইয়ালোন বলেন, যুক্তরাষ্ট্র তেহরানের পরমাণু তৎপরতা বন্ধ করার কোনো পদক্ষেপ নিচ্ছে না, কাজেই যা করার ইসরাইলকে একাই করতে হবে। ইউক্রেন সংকটকে উদাহরণ হিসেবে তুলে ধরে ইসরাইলি যুদ্ধমন্ত্রী বলেন, ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার সামনে দুর্বলতার পরিচয় দিয়েছেন।

নিজের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে বর্তমানে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনা চালাচ্ছে ইরান। ২০১৩ সালের ২৪ নভেম্বর এ আলোচনায় প্রথম সাফল্য আসে এবং দু’পক্ষ একটি অন্তর্বর্তী সমঝোতায় উপনীত হয়। গত ২০ জানুয়ারি ওই চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হয় এবং চুক্তিটিকে চূড়ান্ত সমঝোতায় রূপ দেয়ার জন্য মঙ্গলবার থেকে দু’পক্ষের মধ্যে ভিয়েনায় আবার আলোচনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু অস্ত্রধর রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওই অন্তর্বর্তী চুক্তিকে ‘ঐতিহাসিক ভুল’ হিসেবে উল্লেখ করে তেহরানের বিরুদ্ধে এককভাবে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন