জাতিসংঘকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান : ব্রাহিমি-শামখানি বৈঠক
জাতিসংঘকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান : ব্রাহিমি-শামখানি বৈঠক
রোববার রাতে শামখানির সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাহিমি (বামে)
তেহরান সফররত জাতিসংঘ ও আরব লীগের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি লাখদার ব্রাহিমি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে আলী শামখানি বলেছেন, জাতিসংঘের উচিত সিরিয়া সংকট সমাধানের ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালনের পাশাপাশি দেশটির জনগণের আশা-আকাঙ্ক্ষাকে বিবেচনায় নেয়া। তিনি বলেন, এ দু’টি বিষয়কে বিবেচনা করে রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের চেষ্টা করা দরকার।
আলী শামখানি বলেন, সিরিয়ায় রক্তপাত বন্ধ এবং দেশটির জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এমন যেকোনো পরিকল্পনার প্রতি ইরানের সমর্থন শুরু থেকে ছিল এবং এখনও আছে। তিনি সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে পাশ্চাত্যের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করে বলেন, সিরিয়ার সন্ত্রাসীদের অস্ত্র দেয়া বন্ধ করলে বহু আগেই দেশটির সংকটের সমাধান হয়ে যেত।
ইরানের নৌবাহিনীর সাবেক প্রধান শামখানি স্বঘোষিত সন্ত্রাসীদের প্রতি অস্ত্রের চালান বন্ধ করতে ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান।
সাক্ষাতে লাখদার ব্রাহিমি সিরিয়া সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, সিরিয়া ইস্যুতে প্রভাবশালী সবগুলো দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতাই কেবল এ সংকটের সমাধান করতে পারে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবশালী ভূমিকার কথা স্মরণ করে জাতিসংঘের বিশেষ দূত রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানে তেহরানের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সিরিয়ার মানবিক বিপর্যয় ঠেকানোর জন্য এখনই দেশটির সহিংসতা বন্ধ হওয়া দরকার।
সূত্র: রেডিও তেহরান
a
নতুন কমেন্ট যুক্ত করুন