২০০ ইরানি এমপি: পরমাণু অধিকারের বিষয়ে ছাড় দেয়া চলবে না
২০০ ইরানি এমপি: পরমাণু অধিকারের বিষয়ে ছাড় দেয়া চলবে না
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সংলাপে ক্ষেপণাস্ত্র শক্তিসহ প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়াদি এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের দুইশ’ সংসদ সদস্য। এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি-এনপিটি অনুযায়ী শান্তিপূর্ণ পরমাণু ততপরতা চালানোর পরিপূর্ণ অধিকার ইরানের রয়েছে। এনপিটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারও দেয়া আছে।
ইরানের পরমাণু আলোচক দলকে সতর্ক করে দিয়ে সংসদ সদস্যরা বলেছেন, ইরানের পরমাণু অধিকারের বিষয়ে কোন ধরনের ছাড় দেয়া চলবে না। পরমাণু জ্বালানি চক্র, হেভি ওয়াটার পরমাণু চুল্লির উন্নয়নে গবেষণা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে কোন ধরনের সীমাবদ্ধতা মেনে না নেয়ার জন্যও ওই বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে। ভিয়েনায় আগামীকাল থেকে আবারও ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনা শুরু হচ্ছে। আগামীকালের আলোচনাকে সামনে রেখেই এই বিবৃতি দিয়েছেন ইরানের সংসদ সদস্যরা
নতুন কমেন্ট যুক্ত করুন