নিরাপত্তা রক্ষায় আমরা প্রস্তুত: কারজাই
নিরাপত্তা রক্ষায় আমরা প্রস্তুত: কারজাই
পার্লামেন্টে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট কারজাই
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, তার দেশের সেনাবাহিনী আফগানিস্তানের নিরাপত্তা রক্ষার জন্য প্রস্তুত রয়েছে; কাজেই মার্কিন সেনারা দেশত্যাগ করতে পারে। আফগান সেনাবাহিনী বর্তমানে দেশটির শতকরা ৯৩ ভাগ এলাকার নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছে।
শনিবার আফগানিস্তানের সংসদে প্রেসিডেন্ট হিসেবে নিজের সর্বশেষ ভাষণে কারজাই বলেন, তিনি কোনো অবস্থায়ই আমেরিকার সঙ্গে কথিত নিরাপত্তা চুক্তিতে সই করবেন না। মার্কিন সরকার আফগানিস্তানে বাস্তবায়নের জন্য নিরাপত্তা চুক্তির যে খসড়া তৈরি করেছে তাতে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী সব সেনা প্রত্যাহার করবে না ওয়াশিংটন। এ ছাড়া, যেসব সেনা থেকে যাবে তারা খুন ও ধর্ষণের মতো অপরাধ করলেও আফগানিস্তানে তাদের বিচার করা যাবে না।
এ চুক্তিতে সই না করার ক্ষেত্রে প্রেসিডেন্ট কারজাই কঠোর অবস্থান নিলেও আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের সব প্রার্থী ওই চুক্তি সই করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ইঙ্গো-মার্কিন বাহিনী আফগানিস্তান দখল করার পর ২০০১ সালে হামিদ কারজাই দেশটির প্রেসিডেন্ট হন। এরপর ২০০৪ ও ২০০৯ সালে পরপর দু’বার নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ কারণে, সংবিধান অনুযায়ী কারজাই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেননি।
শনিবার পার্লামেন্টে দেয়া ভাষণে প্রেসিডেন্ট কারজাই বলেন, তার দেশের ওপর আগ্রাসন চালিয়ে ২০০১ সালে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল আমেরিকা। তিনি মার্কিন সরকারকে উদ্দেশ করে বলেন, সন্ত্রাসবাদের মূলোৎপাটন চাইলে যেসব দেশ ও মহল সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আফগান প্রেসিডেন্ট বলেন, তার দেশের নিরাপত্তা বাহিনী বিদেশি সেনাদের সহায়তা ছাড়াই আফগানিস্তানের নিরাপত্তা রক্ষা করার মতো সক্ষমতা অর্জন করেছে। তিনি তালেবানকে আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসারও আহ্বান জানিয়েছেন।
সূত্র: রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন