ওবামাকে জন ম্যাককেইন: ইউক্রেনে জরুরি অস্ত্র পাঠান
ওবামাকে জন ম্যাককেইন: ইউক্রেনে জরুরি অস্ত্র পাঠান
ইউক্রেনে জরুরি ভিত্তিতে অস্ত্র পাঠাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন সিনেটর জন ম্যাককেই ও ডিক ডারবিন।
অ্যারিজোনা অঙ্গরাজ্যের সিনেটর জন ম্যাককেইন বলেন, তিনি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতাম, তাহলে ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে দিতেন। তিনি বলেন, ইউক্রেনের নতুন সরকারের পক্ষ থেকে অস্ত্র পাঠানোর অনুরোধ এসেছে।
ইউক্রেন এবং ডারবিন ইউক্রেন পরিদর্শক দলের অন্যতম সদস্য। তারা স্বায়ত্তশাসিত ক্রিমিয়া অঞ্চল পরিদর্শন করে এসেছেন যেখানে ইউক্রেনে থাকা না থাকার বিষয়ে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এ গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার বিষয়ে জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে।
ইউক্রেন সঙ্কট নয়ে বিগত সময়গুলোতে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে।
আমেরিকা অবশ্য এরই মধ্যে পূর্ব ইউরোপে সেনা মোতায়েনসহ জঙ্গি বিমান এবং পোল্যান্ড ও কৃষ্ণ সাগরে যুদ্ধ জাহাজ পাঠানোর পদক্ষেপ নিয়েছে।
সূত্র: রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন