অস্ত্রধারীদের হামলায় নাইজেরিয়ায় ৩ গ্রাম ধ্বংস; নিহত ১০০
অস্ত্রধারীদের হামলায় নাইজেরিয়ায় ৩ গ্রাম ধ্বংস; নিহত ১০০
নাইজেরিয়ার কাদুনা রাজ্যের তিনটি গ্রামে অস্ত্রধারীদের হামলায় প্রায় একশ’ জন নিহত হয়েছে। স্থানীয় সরকারের ভাইস চেয়ারম্যান ড্যানিয়েল আনিপ আজ (রোববার) বলেছেন, কাদুনা রাজ্যের দক্ষিণাঞ্চলীয় আংগওয়ার সাংকওয়াই, আংগওয়ার গাটা ও চেনশিল গ্রামের মানুষের ওপর অস্ত্রধারীরা হামলা চালিয়েছে। এর ফলে প্রায় একশ’ জনের প্রাণহানি ঘটেছে।
গ্রামের প্রায় সব বাড়িও আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। সেখানে এখন মাত্র পাঁচটি বাড়ি অবশিষ্ট আছে। নাইজেরিয়ার পুলিশ কর্তৃপক্ষ এ খবরের সত্যতা স্বীকার করেছে।
চেনশিল গ্রামে হামলার বর্ণনা দিতে যেয়ে ওই গ্রামের এক বাসিন্দা বলেছেন, ৪০ জন অস্ত্রধারীর একটি দল তাদের গ্রামে হানা দিয়েছে। সেখানে ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। একইসঙ্গে গ্রামের সব বাড়ি ধ্বংস করে দিয়ে গেছে তারা।
এখন পর্যন্ত কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
সূত্র: রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন