সিরিয়া: সৌদি আরব ও কুয়েতে নিজের দূতাবাস বন্ধ করল
সিরিয়া: সৌদি আরব ও কুয়েতে নিজের দূতাবাস বন্ধ করল
কুয়েতে সিরিয় দূতাবাস (ফাইল ছবি)
কুয়েত ও সৌদি আরবে নিজের দূতাবাস বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিরিয়া। এ দু’টি দেশের পক্ষ থেকে সিরিয় দূতাবাসের ওপর প্রবল চাপ সৃষ্টি করার কারণে দামেস্ক এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানা গেছে।
লেবাননের আরবি পত্রিকা আল-আখবার জানিয়েছে, সৌদি আরব ও কুয়েতে নিযুক্ত সিরিয় রাষ্ট্রদূতদের ওপর ক্রমবর্ধমান হারে চাপ সৃষ্টি এবং নতুন দূতাবাস কর্মীদের ভিসা দেয়ার ক্ষেত্রে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছিল। কয়েকটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সিরিয়ায় প্রায় তিন বছর আগে সংকট শুরু হওয়ার পর থেকে সৌদি আরব ও কুয়েত কোনো সিরিয় কূটনীতিককে বিশেষ কূটনৈতিক পরিচয়পত্র দেয়নি।
সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাস থেকে বিদেশি মদদে চাপিয়ে দেয়া সহিংসতা চলছে। কোনো কোনো সূত্র বলেছে, এসব সহিংসতায় প্রায় ১,৩০,০০০ মানুষ নিহত ও লাখ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের যেসব দেশ পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদের অন্যতম হচ্ছে সৌদি আরব, কাতার ও তুরস্ক।
গতমাসে এক খবরে জানা যায়, প্রেসিডেন্ট আসাদকে উৎখাত করতে না পারায় সৌদি রাজা আব্দুল্লাহ আলে সৌদ সিরিয়া সংকট নিয়ন্ত্রণের দায়িত্ব থেকে প্রিন্স বন্দর বিন সুলতানকে সরিয়ে দিয়েছেন। তার পরিবর্তে সিরিয়ার তাকফিরি বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মুহাম্মাদ বিন নায়েফকে নিয়োগ দেয়া হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন