হিজবুল্লাহ ইসরাইলে বিস্ফোরক ড্রোন পাঠাতে পারে
হিজবুল্লাহ ইসরাইলে বিস্ফোরক ড্রোন পাঠাতে পারে
ইহুদিবাদী ইসরাইলের বিমান বাহিনীর প্রধান মেজর জেনারেল শাচার শোহাত বলেছেন, লেবাননের হিজবুল্লাহ ও গাজার হামাসের যোদ্ধারা ভবিষ্যত কোনো যুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে বিস্ফোরক ড্রোন ব্যবহার করতে পারে।
সম্প্রতি (সোমবার) তেলআবিবে অনুষ্ঠিত এক নিরাপত্তা সম্মেলনে তিনি এই গভীর আশঙ্কার কথা জানান।
শোহাত বলেন, উত্তর ও দক্ষিণের রণাঙ্গনে কয়েক ডজন ড্রোন বা পাইলটবিহীন বিমানের সঙ্গে পেরে উঠতে হবে আমাদের। তিনি আরো বলেন, ড্রোনগুলো তাদের নিয়ন্ত্রক ও আয়তন অনুযায়ী কয়েক কেজি থেকে কয়েকশ' কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম। ২০১২ ও ২০১৩ সালে অন্তত দু'টি ড্রোন লেবানন থেকে ইসরাইলের বেশ গভীরে ঢুকে পড়েছিল। দৃশ্যত গোয়েন্দা তথ্য ও ছবি তোলা ছিল সেগুলোর লক্ষ্য।
হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এ খবরের সতত্য নিশ্চিত করেছিলেন যে, হিজবুল্লাহর একটি ড্রোন ইসরাইলের ৪০ কিলোমিটার ভেতরে ঢুকতে সক্ষম হয়েছিল। তিনি আরো জানিয়েছিলেন, ওই ড্রোনটির যন্ত্রাংশ নির্মিত হয়েছিল ইরানে এবং লেবাননে যন্ত্রাংশগুলোকে জোড়া লাগায় হিজবুল্লাহ।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন