ইসরাইলি ফল সৌদি আরবের বাজারে!
ইসরাইলি ফল সৌদি আরবের বাজারে!
সৌদি আরবের আজ জুউফ অঞ্চলের কুরাইয়াত শহরে পাওয়া গেছে ইহুদিবাদী ইসরাইলের স্টিকার লাগানো ফল।
স্থানীয় পৌরসভার পরিবেশ-স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা আবদুল আজিজ আল মুসায়েদ জানিয়েছেন, তাদের তদন্ত কর্মকর্তারা আকস্মিক অভিযান চালিয়ে সেখানকার বাজার থেকে ইসরাইল থেকে আসা ফলের কিছু বাক্স আটক করেছেন।
সৌদি আরবে ইসরাইলি ফল নিষিদ্ধ বলে তিনি জানান।
বাক্সগুলোতে ছিল ১৪০ কেজি জাপানি পার্সিমন। এইসব ফলের ওপর ছিল ইসরাইলি স্টিকার। পৌরসভা বিষয়টি সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়কে জানিয়েছে।
এইসব ফল কিভাবে, কত পরিমাণে ও কয়বার দখলদার ইসরাইল থেকে সৌদি আরবে ঢুকেছে তা জানার চেষ্টা করছে সৌদি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। কুররিয়াত পৌরসভা এইসব ফলের প্রবেশের পদ্ধতি ও কারণ সম্পর্কে কিছুই জানে না বলে মুসায়েদ জানিয়েছেন।
সৌদি আরবের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের প্রকাশ্য রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক না থাকলেও বাস্তবে পর্দার আড়ালে অত্যন্ত ঘনিষ্ঠ রাজনৈতিক, অর্থনৈতিক, আত্মিক ও সামরিক সম্পর্ক রয়েছে এবং তেল-আবিব ও রিয়াদের গোপন যোগাযোগ সম্পর্কে প্রায়ই নানা খবর প্রকাশিত হচ্ছে।
সৌদি সরকার কয়েক বছর আগে ইসরাইলের সঙ্গে আরব বিশ্বের সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে গাজা ও পশ্চিম তীরে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নিতে ইহুদিবাদী ইসরাইলের কাছে প্রস্তাব দিয়েছিল। ইসরাইল ও ফিলিস্তিনের সংগ্রামী গ্রুপগুলো এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন