ইমরান খানকে খট্টককে সরকারি কমিটিতে আনতে ধরেছে পাক সরকার!
ইমরান খানকে খট্টককে সরকারি কমিটিতে আনতে ধরেছে পাক সরকার!
ফাইল ছবি
তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ খট্টককে সরকারি আলোচক দলে অন্তর্ভূক্ত করার চেষ্টা করছে ইসলামাবাদ। এ কাজে পাখতুনখোয়ার প্রাদেশিক সরকারের ওপর প্রভাব বিস্তারকারী রাজনৈতিক নেতা ইমরান খানের স্মরণাপন্ন হয়েছে নওয়াজ শারিফ সরকার।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলী খান তেহরিকে ইনসাফ পার্টির প্রধান ইমরান খানের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করে যাচ্ছেন। একাধিক বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ডন অনলাইন জানিয়েছে, পাকিস্তানের পার্লামেন্ট হাউজের পাশাপাশি ইমরান খানের বাসভবনে এরইমধ্যে বেশ কয়েকবার ধরনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এসব সাক্ষাতে চৌধুরি নিসার আলী পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীকে সরকারি আলোচক দলে নিয়ে আসার জন্য ইমরান খানকে অনুরোধ করেছেন। এ ছাড়া, তালেবানের সঙ্গে সরকারের কথিত শান্তি আলোচনার ব্যাপারে ইমরানের সঙ্গে শলা-পরামর্শও করেছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী। অবশ্য তেহরিকে ইনসাফ পার্টির গণমাধ্যম সমন্বয়কারী চৌধুরি রিজওয়ান এ ধরনের সাক্ষাতের কথা অস্বীকার করেছেন।
পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকে তালেবানের সঙ্গে গতমাসে শান্তি আলোচনা শুরু করে নওয়াজ শারিফ সরকার। এ লক্ষ্যে দু’পক্ষে দু’টি আলোচক দল গঠন করা হয়। কিন্তু সরকারি আলোচক দলের পক্ষ থেকে জানানো হয়, তাদের আসলে তেমন কোনো ক্ষমতাই নেই। তারা এ দলে স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী ও আইএসআই কর্মকর্তাদের পাশাপাশি খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রীকে অন্তর্ভূক্ত করার আহ্বান জানান। তাদের এ আহ্বানের পরপরই এ কমিটি ভেঙে দেয় সরকার।
তেহরিকে ইনসাফ পার্টির নেতা ও সাবেক রাষ্ট্রদূত রুস্তম শাহ মোহমান্দ সরকারি আলোচক দলের সদস্য ছিলেন। দলের নেতা ইমরান খান বহুদিন ধরে তালেবান বিরোধী সেনা অভিযান বন্ধ করে তাদের সঙ্গে আলোচনায় বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন