ইহুদি ধর্মগুরুর উস্কানিমূলক ফতোয়া
ইহুদি ধর্মগুরুর উস্কানিমূলক ফতোয়া
ইহুদিবাদী ইসরাইলের একজন শীর্ষ ধর্মগুরু উস্কানিমূলক ফতোয়া জারি করে বলেছেন, মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদে হামলা চালানো সব ইহুদিদের অবশ্য পালনীয় কর্তব্য।
হিব্রু ভাষায় প্রকাশিত ইসরাইলি দৈনিক মাআরিও এ খবর জানিয়ে বলেছে, ওই ইহুদি ধর্মগুরু আরো দাবি করেছেন, আল আকসা মসজিদ ইহুদিদের উপাসনালয় এবং যারাই তার নির্দেশ অমান্য করবে সে খোদার রোষানলে পড়বে এবং সে হবে গোনাহগার।
তার এ ফতোয়া এর আগে উফাদিয়া ইউসেফ নামে আরেকজন ইহুদি ধর্মগুরুর দেয়া ফতোয়ার সম্পূর্ণ পরিপন্থী। কারণ ওই ধর্মগুরু আল আকসা মসজিদে প্রবেশকে ইহুদি ধর্মের নির্দেশের পরিপন্থী বলে বক্তব্য দিয়েছিলেন।
এদিকে, ইয়াহুদা গালিক নামে এক উগ্র ইহুদি ধর্মগুরুর নেতৃত্বে একদল ইহুদিবাদী গতকাল পুলিশের সহায়তায় পূর্বপাশের দরজা দিয়ে আল আকসা মসজিদে হামলা চালিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন