ইরান মধ্য আফ্রিকার মুসলমানদের জন্য মানবিক সাহায্য পাঠিয়েছে

ইরান মধ্য আফ্রিকার মুসলমানদের জন্য মানবিক সাহায্য পাঠিয়েছে

ইরান, আফ্রিকা, মুসলমান, মধ্য আফ্রিকা, ইসলামি প্রজাতন্ত্র , খ্রিস্টান, গণহত্যা,  Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার,
দক্ষিণ চাদে আশ্রয় নেয়া মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মুসলমান শরণার্থী
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের দুর্গত মুসলমানদের জন্য মানবিক ত্রাণসাহায্য পাঠিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির উগ্র খ্রিস্টান দাঙ্গাবাজদের হাত থেকে জীবন বাঁচাতে বেশিরভাগ মুসলমান প্রতিবেশী চাদের দক্ষিণাঞ্চলে আশ্রয় নিয়েছেন। সেখানকার কিছু শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছেন এবং হতভাগ্য মুসলমান।

ইরানের রেডক্রিসেন্ট সোসাইটির ত্রাণ ও উদ্ধার তৎপরতা বিষয়ক উপ-প্রধান নাসের চার্খসাজ আজ তেহরানে বলেছেন, ইরান থেকে ৪০ টন ওজনের যে ত্রাণ পাঠানো হচ্ছে তার মধ্যে রয়েছে শুকনো খাবার, তাবু, কম্বল ও স্যানিটারি উপকরণ। চাদের উদ্দেশ্যে ইরানি সাহায্যের বহর আজ (সোমবার) সকালে তেহরান ত্যাগ করেছে বলে তিনি জানান।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের খ্রিস্টান জঙ্গি গোষ্ঠীগুলো ২০১৩ সালের ডিসেম্বরে দেশটির মুসলিম জনগোষ্ঠীর ওপর সংঘবদ্ধ হামলা শুরু করে। তাদের সমন্বিত গণহত্যায় হাজার হাজার মুসলমান নিহত হয়েছেন। গণহত্যার হাত থেকে রক্ষা পেতে প্রতিবেশী দেশ চাদে পালিয়ে গেছে অর্ধ লক্ষেরও বেশি মুসলমান।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার অ্যান্টনিও গুটার্স গত ৬ মার্চ জানিয়েছেন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিম অর্ধাংশ থেকে মুসলমানদের বের করে দেয়া হয়েছে। এখনও সেখানে যারা আছে তারা প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুণছেন। দেশটির রাজধানী বাঙ্গুইতে এক লাখেরও বেশি মুসলমান বসবাস করলেও সেখানে এখন একজন মুসলমানকেও খুঁজে পাওয়া যাবে না। তারা হয় নির্মমভাবে নিহত হয়েছেন অথবা পালিয়ে গেছেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন