জাপানি বিমান ৩ চীনা বিমানকে ধাওয়া করল

জাপানি বিমান ৩ চীনা বিমানকে ধাওয়া করল

জাপান,  জাপানি বিমান, চীন , দ্বীপ, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী

পূর্ব চীন সাগরে তিনটি চীনা সামরিক বিমানকে ধাওয়া করেছে জাপানি বিমান। রোববার সকালে চীনের একটি ইউ-এইট তথ্য সংগ্রহকারী বিমান ও দু’টি এইচ-সিক্স বোমারু বিমান পূর্ব চীন সাগরের আকাশে উড়ছিল। এমন সময় তাদের ধাওয়া করে ওই এলাকা থেকে তাড়িয়ে দেয় জাপানি বিমান। 

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জয়েন্ট স্টাফের মুখপাত্র বলেছেন, বিমানগুলো জাপানের আকাশ সীমা লংঘন করেনি। কিন্তু কেন সেগুলোকে ধাওয়া করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি। 

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্ব চীন সাগরে আকাশ প্রতিরক্ষা জোন ঘোষণা করার পর থেকে দুই দেশের মধ্যে বিরোধ আরো বেড়েছে। জাপানের সঙ্গে যে দ্বীপগুলো নিয়ে চীনের বিরোধ রয়েছে সেগুলোকেও নিজের আকাশ প্রতিরক্ষা জোনের অন্তর্ভূক্ত করেছে বেইজিং। চীন ও জাপান উভয়ই পূর্ব চীন সাগরের তিনটি দ্বীপকে নিজেদের বলে দাবি করে আসছে।

সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন