মালয়েশিয়া: বিমানটি ছিনতাই হয়ে থাকতে পারে
মালয়েশিয়া: বিমানটি ছিনতাই হয়ে থাকতে পারে
এখন পর্যন্ত নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের কোন হদিস পাওয়া যায়নি বলে মালয়েশিয়া ঘোষণা করেছে। ভিয়েতনামের দক্ষিণের সাগরে বিমানের একটি দরজাসহ ধ্বংসাবশেষ-সদৃশ দু’টি বস্তু দেখা গেছে বলে এর আগে ভিয়েতনাম কর্তৃপক্ষ জানিয়েছিল।
মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল বিভাগের মহাপরিচালক আজহার উদ্দিন আব্দুর রহমান বলেছেন, ‘দুঃখজনকভাবে বিমানের কোন ধ্বংসাবশেষই আমরা খুঁজে পাইনি।’ সাগরে বিমানের ধ্বংসাবশেষ-সদৃশ বস্তু দেখা গেছে বলে দাবি করা হলেও পরে সে ধরনের কিছু খুঁজে পায়নি সংশ্লিষ্টরা। তিনি আরো বলেছেন, প্রতি ঘন্টায় ও প্রতি সেকেন্ডে মালয়েশিয়া ও ভিয়েতনামের উপকূলের সর্বত্র অনুসন্ধান ততপরতা চলছে। বিমানটির খোঁজ না পাওয়া পর্যন্ত তা চলবে।
অনুসন্ধান অভিযানে নয়টি দেশের ৪০টি জাহাজ ও ৩৪টি বিমান অংশ নিচ্ছে। মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল বিভাগের মহাপরিচালক আজহার উদ্দিন আব্দুর রহমান আরো বলেছেন, বিমানটি ছিনতাইও হতে পারে। তিনি জানিয়েছেন, পাঁচজন যাত্রী বিমানের বুকিং দিয়েছিলেন কিন্তু তারা বিমানে ওঠেননি। আশ্চর্যজনকভাবে তাদের লাগেজও সরিয়ে নেয়া হয়েছে।
গত শনিবার কুয়ালামপুর থেকে ২৩৯ জন আরোহী নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে যাওয়ার সময় দক্ষিণ ভিয়েতনামের কাছ থেকে মালয়েশিয়ার ওই বিমানটি নিখোঁজ হয়।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন