সিরিয় বাহিনী হোমসের কৌশলগত শহর দখলে নিয়েছে
সিরিয় বাহিনী হোমসের কৌশলগত শহর দখলে নিয়েছে
কৌশলগত হোমস প্রদেশের জারা শহর দখলে নিয়েছে সিরিয়ার সরকারি সেনারা। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এবং ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর নিশ্চিত করেছে। এ শহর ক্রুসেডার ক্যাস্ল বলেও পরিচিত।
জারা শহরে বিমান হামলার একদিন পর সরকারি বাহিনী তা দখলে নিতে সক্ষম হলো বলে দাবি করেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। অন্য একটি সূত্র জানিয়েছে, সরকারি সেনারা শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সেখান থেকে সম্পূর্ণভাবে উৎখাত হয়ে গেছে।
সূত্র আরো জানিয়েছে, শহরের কোথাও কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা তা জানার জন্য সরকারি সেনারা এখন বাড়ি বাড়ি তল্লাসি চালাচ্ছে। শহর দখলের আগে সেখানে ভয়াবহ লড়াই হয়েছে।
হোমস প্রদেশের সঙ্গে প্রতিবেশি লেবাননের সীমান্ত রয়েছে এবং রাজধানী দামেস্কের প্রধান সড়কের পাশে এর অবস্থান। সে কারণে সরকারি সেনাদের কাছে এ শহরের বিশেষ গুরুত্ব রয়েছে। সরকারি সেনারা দামেস্ক থেকে রসদ সরবরাহের প্রধান রুট হিসেবে হোমস মহাসড়ককে ব্যবহার করে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন