মুসলমানদের নির্মূল করা হয়েছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে: জাতিসংঘ

মুসলমানদের নির্মূল করা হয়েছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে: জাতিসংঘ

মুসলমান, জাতিসংঘ, খ্রিস্টান, আফ্রিকান প্রজাতন্ত্র , আফ্রিকা, শরণার্থী, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা,
অ্যান্টোনিও গুটেরেস
জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার অ্যান্টোনিও গুটেরেস বলেছেন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চল থেকে মুসলমানদের নির্মূল করা হয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তিনি এ কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, দেশটিতে জাতিসংঘের সামনেই হাজার হাজার নিরীহ এবং বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছেন। খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে চলমান সহিংসতার কারণে হাজার হাজার মুসলমান মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বলেও গুটেরেস জানান।

তিনি বলেন, গত বছরের ডিসেম্বর মাসের গোড়া থেকেই মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলে ব্যাপক সংখ্যক মুসলিম নিধনের ঘটনা প্রত্যক্ষ করছে জাতিসংঘ। হাজার হাজার শরণার্থী দেশটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং এদের বেশির ভাগই স্থায়ী হুমকির মুখে পড়েছে।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী কোনগো দাউদো এবং জাতিসংঘের প্রধান বান কি মুন উভয়ই যখন সেখানে বাড়তি সেনা পাঠানোর জন্য নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান জানিয়েছেন তখন এ বক্তব্য দিলেন অ্যান্টোনিও গুটেরেস।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন