দক্ষিণ সুদানের সেনাবাহিনী জাতিসংঘ মিশনের অস্ত্র চালান আটকে দিয়েছে
দক্ষিণ সুদানের সেনাবাহিনী জাতিসংঘ মিশনের অস্ত্র চালান আটকে দিয়েছে
দক্ষিণ সুদানের সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি অস্ত্রের চালান আটকে দিয়েছে। দেশটির সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, "আমরা যে অস্ত্রের চালানটি আটকে দিয়েছি তা ছিল দক্ষিণ সুদানের শান্তিরক্ষী মিশনের। সেখানে অস্ত্র, কম্বল ও সেনাবাহিনীর পোশাক ছিল। এটি আটকে দেয়া হয়েছে কারণ নিয়ম অনুযায়ী জাতিসংঘ বাহিনীর অস্ত্র সড়ক পথে নয় বরং আকাশ পথে স্থানান্তর করার কথা রয়েছে। কিন্তু এই চালানটি এসেছে সড়ক পথে। এসব অস্ত্র রাম্বেক থেকে বেনতিও এলাকায় নেয়া হচ্ছিল।
সুদানের জাতিসংঘ মিশনের মুখপাত্র এরিয়ানে কুয়েন্তিয়ার বলেছেন, ভুলক্রমে এটা করা হয়েছে। এটা সত্যিই দুঃখজনক। দক্ষিণ সুদানের সেনা কর্মকর্তারা বলেছেন, এসব অস্ত্রের সঙ্গে বিদ্রোহীদের সম্পর্ক আছে কিনা,তা খতিয়ে দেখা হচ্ছে।
গত ১৫ ডিসেম্বর থেকে দক্ষিণ সুদানের জুবায় সরকারি বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর ফলে বহু মানুষ হতাহত ও ঘর-ছাড়া হয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন