বিদেশি বন্ধুদের সঙ্গে ইউক্রেন ইস্যুতে আলোচনা হতে পারে
বিদেশি বন্ধুদের সঙ্গে ইউক্রেন ইস্যুতে আলোচনা হতে পারে
রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ
ইউক্রেন ইস্যুতে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে ‘সততা ও সমতার’ ভিত্তিতে উন্মুক্ত আলোচনায় বসতে পারে রাশিয়া। গতকাল (শুক্রবার) রাজধানী মস্কোতে তাজিক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আলোচনার কথা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ।
তিনি বলেন, “চলমান ইউক্রেন সংকট থেকে উত্তরণের জন্য সহযোগী রাষ্ট্রগুলো সঙ্গে সততা, সমতা ও কার্যকর আলোচনা করতে যাচ্ছি আমরা।”
বিবৃতিতে ল্যাভরভ বলেন, ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের যে হুমকি ইউরোপীয় ইউনিয়ন দিচ্ছে তাতে মোটেও শঙ্কিত নয়। বরং নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হলে তার কঠিন জবাব দেয়া হবে বলে পাল্টা হুঁশিয়ারি দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
নিষেধাজ্ঞা আরোপের চাপ ও হুমকি কোনভাবেই বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন ল্যাভরভ। এর আগে তিনি বলেন, ইউক্রেনের বর্তমান সরকার চরমপন্থিদের নির্দেশনা নিয়ে ক্রিমিয়া পরিস্থিতিকে জটিল করেছে। পাশাপাশি ক্রিমিয়া সঙ্কটে রাশিয়ার সরাসরি ভূমিকাও প্রত্যাখ্যান করেন তিনি।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন